জয়স্টিক হলো কম্পিউটারের একটি পেরিফেরাল বা সাধারণ নিয়ন্ত্রণ যন্ত্র যাতে রয়েছে হাতে ধরার মতো একটি লাঠি ও কতগুলো বাটন। জয়স্টিককে বিভিন্ন এঙ্গেলে ঘোরানো যায়। বেশির ভাগ জয়স্টিক টু-ডায়মেনশনাল হয়ে থাকে আবার থ্রি ডাইমেনশানলও হয়ে থাকে। ভিডিও গেম ও কিছু গ্রাফিক্স এপ্লিকেশন চালাতে এই ডিভাইসটি ব্যবহƒত হয়। গত দুই দশক ধরে গেমাররা জয়স্টিকের উপর নির্ভর করে আছে চাতকের মতো। গেমিং কনসোল পরিবর্তনের সাথে সাথে কন্ট্রোলার গুলোরও আকারের ব্যাপক পরিবর্তন এসেছে।


0 comments