ভিএলসি মিডিয়া প্লেয়ার হচ্ছে একটি ওপেন সোর্স ফ্রি মিডিয়া প্লেয়ার। এই পোর্টেবল মাল্টিমিডিয়া প্লেয়ারটি ডিভিডি, ভিসিডি এবং বিভিন্ন স্ট্রিমিং পোর্টেকলের হরেক রকমের অডিও-ভিডিও কোডেক ও ফাইল ফর্মেট সাপোর্ট করে। এটি একটি প্লাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্লেয়ার যা মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স, বিওএস, বিএসডি, মর্ফ ওএস, সোলারিস সহ বিভিন্ন ভার্সনে এটি চলে। এর বর্তমান ০.৮.৬ ভার্সনটি এ পর্যন্ত বিশ্বব্যাপি ১০০ মিলিয়ন ডাউনলোড হয়েছে।

0 comments

Post a Comment