অপেরা

Tuesday, 14 September 2010

অপেরা সফটওয়্যারের তৈরিকৃত একটি ওয়েব ব্রাউজার ও ইন্টারনেট সুইট হচ্ছে অপেরা। ওয়েবসাইট, ই-মেইল ম্যাসেজিং, কন্টাক্ট ব্যবস্থাপনা, চ্যাটিং, বিট টরোন্ট দিয়ে ফাইল ডাউনলোড আর ওয়েব ফিড্স দিয়ে পড়ার মতো সচরাচর ইন্টারনেট নির্ভর কাজগুলো এর মাধ্যমে সম্পাদন করা যায়। নরওয়েজিয়ান টেলিকমিউনিকেশন কোম্পানী টেলিনরের একটি প্রজেক্ট হিসেবে অপেরা তৈরি হয় ১৯৯৪ সালে। ১৯৯৫ সালে অপেরার জন্য আলাদা কোম্পানী তৈরি করে টেলিনর। এটি মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএসএক্স, লিনাক্স, ফ্রি বিএসডি ও সোলারিজ ও এস সাপোর্ট করে। স্মার্টফোনেও এই ব্রাউজার ব্যবহƒত হয়।

0 comments

Post a Comment