আলেকজান্ডার পার্ক ১৮৫৫ সালে সর্বপ্রথম প্লাস্টিক আবিষ্কার করেন, যা পার্কসাইন নামে পরিচিত ছিল। ১৮৬২ সালে লন্ডনে এক আন্তর্জাতিক মেলায় এই পার্কসাইন প্রদর্শিত হয়। এরপর ১৮৬৮ সালে জন ওয়েসলি হায়াট নিয়ে আসেন সেলুলয়েড প্লাস্টিক। আর এই সেলুলয়েড প্লাস্টিক হলো প্রথম সিনথেটিক প্লাস্টিক। ১৯০৭ সালে লিও হ্যান্ড্রিক ব্যাকল্যান্ড কঠিন পস্নাস্টিক বা ব্যাকেলাইট তৈরি করতে সমর্থ হন। তখন এই ব্যাকেলাইট ইলেকট্রিক অন্তরক হিসেবে ব্যবহূত থাকে। এভাবে পরবর্তীতে প্লাস্টিকের উন্নতি হতে থাকে। এখন যেসব প্লাস্টিক বাজারে পাওয়া যায় তা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ দিয়ে তৈরি করা হয়। তবে সমপ্রতি আইবিএম ও সৌদি আরবের কিং আব্দুল আজিজ সিটির বিজ্ঞানীরা যৌথ উদ্যোগে পরিবেশ বান্ধব প্লাস্টিক আবিষ্কার করেছেন, যা পরিবেশের সাথে মিশে যাবে। এতে অর্গানিক ক্যাটালিস্ট নামের বিশেষ এক ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে। ফলে এই প্লাস্টিক বারবার রিসাইকেলও করা যাবে।
0 comments