ইন্টারনেট

Saturday 22 January 2011

বর্তমানে তথ্যের মহাসমুদ্র ইন্টারনেটের ধারণা ১৯৬০ সালের পূর্বে ছিল না। ১৯৬১ সালের দিকে প্রথম প্যাকেট সুইচিংয়ের ধারণা আসে। এই প্যাকেট সুইচিং ইন্টারনেটের জন্য অত্যাবশ্যকীয়। ১৯৬৯ সালে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (আরপা) পরীক্ষামূলকভাবে কয়েকটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার সাথে যোগাযোগ নেটওয়ার্ক ব্যাবস্থা চালু করে। উলেস্নখ্য, এতে প্যাকেট সুইচিং পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল।

আরপা-এর রবার্ট কান ও ভিনটন সার্ফ ১৯৭৩ সালে সর্বপ্রথম ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল এবং ইন্টারনেট প্রটোকল (টিসিপিআইপি) তৈরি করেন। ১৯৭৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মধ্যে টিসিপিআইপি'র প্রথম পরীক্ষা সম্পন্ন হয়। ১৯৮১ সালে আইবিএমসহ আরো কিছু প্রতিষ্ঠান এ ধরনের নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন এনএসএফনেট নামক এক ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলে। অবশেষে টিসিআইপি প্রটোকল ইন্টারনেটের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯১ সালের দিকে ইন্টারনেটের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হয়। টিম বার্নাসলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ (ডবিস্নউ ডবিস্নউ ডবিস্নউ) প্রকল্প চালুর মাধ্যমে ইন্টারনেট সমপ্রসারণের কার্যকর পদক্ষেপ নেন। ১৯৯৩ সালে উইন্ডোস অপারেটিং সিস্টেমে প্রথম ওয়েভ ব্রাউজার চালু করা হয়। এরপর থেকে দ্রুত ইন্টারনেটের প্রসার হতে থাকে।

0 comments

Post a Comment