Canon EOS Naming Scheme

Monday 21 September 2015

Canon তার EOS (Electro-Optical System) DSLR (Digital Single Lens Reflex) Camera কে প্রধানত ৪টা সিরিজে ভাগ করেছে।
সেগুলি হল...
• Entry Level
• Midrange
• High End
• Professional

• Entry Level:
এই সিরিজের মডেল গুলো ৩ অথবা ৪ (XXX / XXXX) ডিজিটের হয়ে থাকে। যেমন, 1100D, 600D, 650D ইত্যাদি। এই সিরিজ গুলোতে Pentamirror View Finder থাকে। অন্যান্য সিরিজের তুলনায় এই মডেল গুলো বেশ হালকা হয়। বডি প্লাস্টিকের। APS-C (Advanced Photo System type-C) অর্থাৎ 22.2 x 14.8mm সাইজের সেন্সর আর Small Sized Pop Up Flash থাকে।


America তে এই সিরিজ গুলো Rebel নামে পরিচিত। যেমন, Rebel T3 (Canon 1100D), Rebel T3i (Canon 600D), Rebel T4i (Canon 650D)


অন্য দিকে জাপানে এই মডেল গুলো Kiss নামে পরিচিত। যেমন, Kiss X50 (Canon 1100D), Kiss X 5 (Canon 600D), Kiss X 6i (Canon 650D)

• Midrange:
এই সিরিজের মডেল গুলো 2 (XX) ডিজিটের হয়ে থাকে। যেমন 50D, 60D, 70D ইত্যাদি। এই সিরিজ গুলোতে Pentaprism View Finder থাকে। Entry Level থেকে এই মডেল গুলোতে Frame Rate বেশী এবং সাধারণত Magnesium Alloy Body হয়। Partial Weather Sealing and APS-C সাইজের সেন্সর থাকে। এখানেও Small Sized Pop Up Flash থাকে।

• High End:
এই সিরিজের মডেল গুলো ১ (X) ডিজিটের হয়ে থাকে। যেমন 5D, 5D Mark II, 6D, 7D ইত্যাদি। এগুলোতে Full Frame Sensor (36 x 24mm) থাকে (শুধুমাত্র 7D এবং 7D Mark II বাদে)। Midrange সিরিজ থেকে Better Weather Sealing. এগুলোতে Built in Flash থাকে না except EOS 5 and 7D/7D Mark II. আরেকটা ভালো Feature হল এই মডেল গুলোতে সাধারণত Duel Card Support করে।


• Professional:
এটাও ১ ডিজিটের তবে শুধুমাত্র 1 দিয়ে start. যেমন 1D Mark II, 1Ds Mark III, 1D X ইত্যাদি। এটা পুরোপুরি Professional Camera. অন্যান্য সব সিরিজ থেকে Better Weather Sealing, Vertical Grip, 100% view finder coverage, faster performance. তবে, Fully Professional Camera হওয়া সত্ত্বেও 1D, 1D Mark II, 1D Mark III, 1D Mark IV মডেল গুলোতে Full Frame Sensor ব্যবহার না করে APS-H Sensor ব্যবহার করা হয়েছে। APS-H (28.7 x 19 mm) হল APS-C (22.2 x 14.8mm) থেকে বড় কিন্তু Full Frame (36 x 24mm) থেকে ছোট ফ্রেম।

Writer Information:
Abu Sayem Chowdhury
e-mail: sayemphotography@yahoo.com
Dhaka, Bangladesh.

0 comments

Post a Comment