শুধু টিভি থাকলেই কম্পিউটার চালানো যাবে। সম্প্রতি লিনাক্স অপারেটিং সিস্টেমনির্ভর ২০ ডলার বা মাত্র দেড় হাজার টাকা মূল্যের এমনই একটি কম্পিউটার তৈরি করেছেন উদ্ভাবক ব্রাডক গ্যাসকিল। হিউম্যান রিডার নামের ওপেন সোর্সভিত্তিক এই ডিভাইসটি উন্নয়নশীল দেশগুলোর জন্য আশীর্বাদ বয়ে আনতে পারে। খবর ডেইলি মেইলের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এই কম্পিউটারের উদ্বোধন করা হয়েছে সান গ্যাব্রিয়েল ভ্যালি লিনাক্স ইউজার গ্রুপ-এ। জানা গেছে, এই পিসিতে রয়েছে স্টোরেজ হিসেবে ২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড, এ ছাড়াও এতে ইউএসবি, পিএস/২ প্লাগ এবং ভিডিও দেখার সুবিধাও রয়েছে।

হিউম্যান রিডার নামের এই কম্পিউটার উদ্ভাবনের সংবাদ প্রকাশিত হয়েছে ‘লিনাক্স জার্নাল’ সাইটে।

উদ্ভাবক গ্যাসকিল-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই কম্পিউটার তৈরির উদ্দেশ্য ছিলো এক্সটেন্ডেবল ৮ বিটের একটি সাধারণ কম্পিউটিং প্লাটফর্ম তৈরি করা। যাতে টিভিই ডিসপ্লে হিসেবে ব্যবহৃত হবে।

জানা গেছে, এতে ইন্টারনেট সংযোগ ছাড়াই উইকিপিডিয়ার সব আর্টিকেল বা প্রায় ৫ হাজার ই-বুকও সংরক্ষণ করে রাখা যাবে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, এই কম্পিউটারে ইনপুট কি বোর্ড এর ব্যবস্থা রয়েছে। কিন্তু কি বোর্ডের বিকল্প হিসেবে এটি বিল্ট ইন ৪ বাটন ডিরেকশনাল কন্টোলার দিয়েও চালানো যাবে।

সংবাদমাধ্যমটির বরাতে আরো জানা গেছে, এই কম্পিউটারে মাইক্রো ইউএসবি মোবাইল চার্জার দিয়েই বিদ্যুতের সংযোগ ব্যবহার করা যাবে।

0 comments

Post a Comment