সম্প্রতি বিউটিফুল পিপলডটকম নামের একটি বিতর্কিত অনলাইন ডেটিং সাইট শুক্রাণু এবং ডিম্বাণু ব্যাংক চালু করেছে। জানা গেছে, সুন্দর মানুষের খোঁজ চালানো এ সাইটটি এবারে সুন্দর শিশু জন্মদানের লক্ষ্যেই নাকি এ ব্যাংকটি চালু করেছে। খবর টেলিগ্রাফ অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সুন্দর সন্তান নিতে ইচ্ছুক দম্পতির জন্য এ সাইটটি ‘ফার্টিলিটি ইনট্রোডাকশন সার্ভিস’ নামের একটি সার্ভিস চালু করেছে। এ সার্ভিসের মাধ্যমে আগ্রহী দম্পতিদের দেখতে সুন্দর এমন শুক্রানু বা ডিম্বাণু দাতার মধ্যে পরিচয় ঘটিয়ে দেবে। বিউটিফুল পিপল সাইটটির প্রতিষ্টাতা রবার্ট হিনটজ বলেছেন, ‘প্রথমদিকে দেখতে ‘ঠিক সুন্দর নয়’ এমন দম্পতিদের কাছে এ ধরনের অফার করতে আমরা কিছুটা অপ্রস্তুত বোধ করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তো সবারই চাওয়া থাকে একটি সুন্দর শিশুর।’ সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ডেনমার্কে কয়েক বছর আগে চালু হওয়া এ সাইটটির সদস্য সংখ্যা প্রায় ৬ লাখ বলে দাবি করেছে সাইটটি। এ সদস্যদের মধ্যে ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, অ্যাঞ্জেলিনা জোলির মতো তারকাও আছেন। জানা গেছে, এ সাইটটিতে কেবল পয়সা দিলেই সদস্য হওয়া যায় না। প্রথমে ছবি পাঠাতে হয়। তারপর সাইটটির সদস্যদের মধ্যে অনলাইন রেটিংয়ের মাধ্যমে সৌন্দর্য্য বিবেচনা করা হয়। জানা গেছে, সাইটটিতে ছবি জমা দেওয়া গড়ে ৫ জনের মধ্যে ১ জন নির্বাচিত হবার সুযোগ পান। উল্লেখ্য, গত বছর এ সাইটটি থেকে ৫ হাজার সদস্য বাদ পড়েন স্রেফ তাদের ওজন বেড়ে যাবার কারণেই।

0 comments

Post a Comment