কম্পিউটার সোর্স বাজারে নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে পারফেক্ট ব্রান্ডের ইউএসবি টিভি-কার্ড। এর ১০বিট ভিডিও ডিকোডার নিশ্চিত করে সুস্পষ্ট ছবি। এই কার্ড দিয়ে এমপিইজি১/২, ভিসিডি এবং ডিভিডি ফরমেটে ভিডিও রেকর্ড করা যায়। আর তাই পছন্দের টিভি প্রোগ্রাম, গান কিংবা মুভি রেকর্ড ও স্টোর করে রাখুন আপনার কম্পিউটারে। এর মাধ্যমে একই সাথে ৫টি চ্যানেল প্রিভিউ দেখা যায়। এই পারফেক্ট ইউএসবি টিভি কার্ডের মূল্য- ২০০০ টাকা। রয়েছে ১বছর বিক্রয়ত্তোর সেবা।
ফোন: ০১৭৩০ ০০০২৭৯।
0 comments