টিউন করেছেন : সাবটাইটেল মামুন | প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি, ২০০৯ |
উইন্ডোজের কিছু অমীমাংসিত ও মজার বিষয় রয়েছে যেগুলো Microsoft এর কাছেও বিস্ময়কর এবং ব্যাখ্যাহীন .
- আপনি কখনো উইন্ডোজের কোন ফোল্ডার এর নাম CON লিখে সেভ করতে পারবেন না। একজন ভারতীয় নাগরিক এটি আবিষ্কার করেন। Microsoft ও এ ব্যাপারে বিষ্ময় প্রকাশ করেন।
- প্রথমে ms word ওপেন করুন ,টাইপ করুন =rand(200,99)
এবার enter চাপুন এবার দেখুন যাদু। এটি আবিস্কার করেন ব্রাজিলিয়ান নাগরিক এটি Microsoft এর কাছেও বিষ্ময়কর ব্যাপার এমনকি বিল গেটসও এর উত্তর দিতে পারেনি। - প্রথমে একটি খালি notepad খুলুন ,তারপর কোট ছাড়া টাইপ করুন bush hid the facts যেকোন নামে সেইভ করুন ,আবার খুলুন এবার দেখুন output কি!


0 comments