টিউন করেছেন : শাওন | প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি, ২০১০
আইপি হাইড করতে এখন আপনাকে আর আলাদা কোনো সফটওয়্যার ব্যাবহার করতে হবে না। শুধু মাত্র আপনার ব্রাউসারে এই সুবিধা পেতে পারেন ১ ক্লিকেই। এই আইপি হাইডের কাজটি করে থাকে আমদের পরিচিতো ব্রাউসার অপেরা। আর এজন্য আপনাকে আলাদা ভাবে কোনো Widgets ইনস্টল করতে হবেনা। শুধূমাত্র আপনাকে অপেরা এর সর্বশেষ ভার্সনটি ব্যবহার করতে হবে। সর্বশেষ ভার্সন পেতে www.opera.com/browser/next এখানে যান।
প্রথমে আপনি অপেরা ব্রাউসার ওপেন করে www.whatismyip.com যান এবং চেক করুন আপনার অরজিনাল আইপি।
তারপর অপেরা টারবো চালু করুন।
এরপর আবার www.whatismyip.com যান এবং দেখুন আপনার আইপি চেনজ হয়েছে।
0 comments