রেপিডশেয়ার

Sunday, 29 August 2010

রেপিডশেয়ার ডট কম। ২০০৬ এর অক্টোবরের ১০ তারিখে ওয়েবের খাতায় নাম লিখায় এই পোর্টালটি। বর্তমানে এ্যালেক্সা ওয়েব রেংকিংয়ে প্রথম ১৫টি ওয়েবসাইটের মধ্যে এটি অন্যতম। রেপিড শেয়ার একদিকে যেমন সার্চ ইঞ্জিন আবার অন্যদিকে ফাইল হোস্টিং করা। পেপালসহ আরো কিছু পেমেন্ট সিস্টেমের মাধ্যমে চিরসস্থায়ীসহ খন্ডকালীন সময়ে এর সাথে সম্পৃক্ত হওয়া যাবে। ব্যবহারকারী যে কোন ধরলের ফাইল বা মুভি বা গেম সহ যে কোন সফটওয়্যার এই সাইটটি থেকে ডাউনলোড করতে পারবে। অন্যদিকে একজন প্রিমিয়ার সদস্য এখানে তার নিজস্ব ফাইলগুলোকেও হোস্ট করে রাখতে পারবে।

0 comments

Post a Comment