বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ১৯৮১ সালে নতুন আইবিএম পিসি’র জন্য এমএস-ডস বা মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম বাজারে আনে। আইবিএম এবং মাইক্রোসফটের মধ্যে দীর্ঘ অংশিদারীত্বের ভিত্তিতে এমএস-ডস ব্যবসায়িক জগতে যাত্রা শুরু করে। এমএস-ডস এক্স-৮৬ ভিত্তিক পার্সোনাল কম্পিউটারের জন্য প্রধানতম অপারেটিং সিস্টেম হিসেবে বেশ জনপ্রিয় ছিল।


0 comments