টিউন করেছেন : তানিম | প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল, ২০১০ | 538 বার দেখা হয়েছে |
আমরা সাধারণত PDF ফাইল PDF Maker দিয়ে বানিয়ে থাকি। এই পোষ্ট আমরা PDF ফাইল বানানো নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যেকোন ওয়েবপেইজ বুকমার্ক করে থাকি। এটাই সবচেয়ে সহজ উপায়। কিন্তু যেসময় উইন্ডোজ পুনরায় সেটআপ দেয়া লাগে তখন আর এই দরকারি বুকমার্কগুলো পাওয়া যায় না। এইজন্য অতি জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স একটি add-onns বানিয়েছে। তার নাম হল Web2PDF Cnverter। এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ওয়েবপেইজ PDF আকারে সেইভ করে রাখতে পারবেন। এতে কোন ঝামেলা নেই আর আপনার উইন্ডোজ বা ব্রাউজার পুনরায় সেটআপ দিলে কোন সমস্যা হবে না। এজন্য আপনাকে নিচের ঠিকানা থেকে add-onns টি নামাতে হবেঃ
https://addons.mozilla.org/en-US/firefox/addon/14979

ইন্সটল করার পর নীচের মত করে বুকমার্ক ট্যাবে একটা লিংক আসবে।

 এখন আপনি যে পেইজ সেইভ করতে চান তাতে প্রবেশ করে ঐ লিংকে ক্লিক করলে নীচের মত একটা পেইজ আসবে আর সেখানে লিখা থাকবে ফাইলের সাইজ আর ডাউনলোড লিংক। আপনি এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করলেই আপনার পেইজটি PDF আকারে সেইভ হয়ে যাবে।

0 comments

Post a Comment