আরএফআইডি

Friday 25 February 2011

আরএফআইডি-এর পূর্ণ হলো রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন, যা বড় বড় রিটেইল সপ যেমন_ওয়ালমার্ট, দ্য গেপ, পুমা, মার্কস অ্যান্ড স্পেনসার, এইচ অ্যান্ড এম ইত্যাদিতে ব্যবহূত হয়। রাশিয়ার বিজ্ঞানী লিওন থেরিমিন ১৯৪৫ সালে প্রথম আরএফআইডি আবিষ্কার করেন। মূলত, আরএফআইডি ট্যাগ কোনো কিছু চুরি যাওয়া থেকে রক্ষা করে।


আরএফআইডি ট্যাগ একটি নির্দিষ্ট জায়গায় সর্বদা এক ধরনের রেডিও তরঙ্গ ছড়াতে থাকে এবং এই তরঙ্গের মধ্যে একটি রিসিভার যুক্ত থাকে। যদি কোনো কারণে এই ট্যাগটি সেই সীমানা থেকে সরে যায়, তবে সে তার রিসিভারের সাথে সংযুক্ত তরঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এলার্ম বাজিয়ে দেয়। ফলে আরএফআইডি ট্যাগ দোকানের মালামালকে চুরি হওয়া থেকে রক্ষা করে। তবে, বিক্রেতা পণ্য বিক্রির সময় আরএফআইডি ট্যাগটি পণ্য থেকে কেটে তা রিসিভার থেকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন করে বিক্রি করে। বর্তমানে বিশ্বের অনেক জাদুঘরে ঐতিহাসিক সামগ্রী রক্ষার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এমনকি লাইব্রেরিতেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এভেরি ডেনিসন নামের একটি কোম্পানি বিশ্বের প্রায় ৯০% আরএফআইডি লেভেল সরবরাহ করে থাকে।

0 comments

Post a Comment