পেজ রেংক

Friday 11 May 2012

পেজ র‌্যাংক হচ্ছে লিঙ্ক বিশেল্গষণ এলগরিদম যা গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের নামানুসারে রাখা হয়েছে। এটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করে। পেজ র‌্যাংক একটি সংখ্যা যার মাধ্যমে বোঝা যায় যে হাইপারলিঙ্ক সেট করা ডকুমেন্ট, যেমন ডড়ৎষফ ডরফব ডবন। একটি পেজ ইন্টারনেটে কত গুরুত্বপূর্ণ তা পেজ র‌্যাংক দ্বারা নির্ধারণ করে গুগল। যখন একটি পেজ অন্য একটি পেজের সঙ্গে যুক্ত হয়, এটি অন্য পেজ দ্বারা সমর্থন দেওয়া বোঝায়। যত বেশি সমর্থন সেই পেজ তত বেশি গুরুত্বপূর্ণ গুগলের কাছে। ওই পেজটি নিজের সাইটের সঙ্গে অর্থাৎ বিভিন্ন পোস্টের সঙ্গে কতটা লিঙ্ক জেনারেট করেছে সেটিও বিবেচ্য বিষয়। গুগল যে সাইটের যত লিঙ্ক ইন্টারনেটের বিভিন্ন সাইটে পাবে তাকে তত বেশি গুরুত্ব দেবে।

0 comments

Post a Comment