পাখি গাছের উপরে যখন বসে থাকে, তখন তারা আমাদের আই লেভেলের অনেক উপরে থাকে। তখন আপনি যদি গাছের নিচ থেকে ছবি তোলেন, তাহলে সেটা ভালো হবে না। কারন, তখন আপনি শুধু পাখির নিচের অংশের ছবি পাবেন আর আকাশ থাকবে ব্যাকগ্রাউন্ড, যেটা আকর্ষণীয় হবে না।

প্রথম পাখির ছবিটি ৪৫ ডিগ্রির বেশি অ্যাঙ্গেল থেকে তোলা যা ভালো আইডিয়া না। পরের ছবিটা ৫/১০/১৫ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে তোলা, তাই ছবিতে পাখির উপরের অংশ বিশেষ করে চোখ ভালো দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড সবুজ, যা খুবই আকর্ষণীয়। প্রথমে দেয়া ডায়াগ্রামটা দেখলে ভালো মত বুঝতে পারবেন।

আপনারা এখন বলবেন, ভাই, সবসময় তো আই লেভেলে পাখি পাওয়া সম্ভব না। সেই অবস্থায় আপনার জন্য দুইটি অপশন আছে। প্রথমঃ ডোন্ট শুট। দ্বিতীয়ঃ ধৈর্য ধরুন আর অপেক্ষা করুন।


-আশিক মাহমুদ

0 comments

Post a Comment