* Landscape এ আকাশের মেঘ ভালোভাবে ফুটিয়ে তুলতে F number যতটা সম্ভব বাড়িয়ে দিন।
* Depth of field কমানো বা Bokeh বাড়ানোর জন্য Aperture যত বেশী খোলা যায় আর Zoom যত বেশী করা যায় তত ভালো।
* দিনের বেলায় ছবি তোলার সময় Exposure Compensation (EV) -0.3 রাখুন। ছবির রঙ ভালো আসে।
* ছবি Raw Format এ তুলুন। এতে ছবিতে অনেক বেশী Detail পাওয়া যায়, ছবির Quality ও ভালো আসে।
* Macro lover? কিন্তু Macro Lens নেই? Lens এর সামনে Magnifying Glass ধরে ছবি তুলুন। ভালো Output পাবেন।
* Camera থেকে Subject যত কাছে এবং Subject থেকে Background যত দূরে, Background তত Blur হবে। মানে, Bokeh বেশী হবে।
* Portrait এ focus চোখে রাখা ভালো।
* দিনের বেলায় Manual setting বুঝতে সমস্যা হলে বা সময় কম পেলে Camera এর P Option টা ব্যবহার করুন।
* Portrait এ Perfect Tone পেতে Target Exposure Range (+.3 to -.5) হলে ভালো।
* Portrait করতে Prime Lens কিংবা Tele Lens ব্যবহার করুন। এতে চরম Bokeh হবে যা ছবি কে প্রাণবন্ত করে তুলবে।
* 50mm Lens এ Portrait এর সময় F number 2.8 হলে ভালো।
* Wildlife Photography এর ক্ষেত্রে চোখে Focus করা জরুরী।
* Lighting এর ছবি তুলতে Tripod ব্যবহার করুন।
* Architectural Shot এ অনেক সময় Color ভালো না আসলে Black & White Mode ব্যবহার করা ভালো, এতে ছবিটা ভালো আসতে পারে।
* Indoor Photography এর জন্য External Flash ব্যবহার করুন।
* Indoor Photography তে Flash কে ছাদে Bounce করুন (Using External
Flash) আর Built in flash হলে তার উপরে একটা সাদা Visiting Card ধরুন।
* ছবি Sharp পেতে চাইলে Aperture ছোট করুন।
0 comments