আজকের বিষয়ঃ Aperture Value এবং Aperture Opening
Aperture Value:
Picture-01 এ F5.6 লেখা Value টাই হল Aperture Value. এই Value টা আমরা ক্যামেরা থেকে পরিবর্তন করি কিন্তু এর Effect টা পড়ে আসলে লেন্সের ভিতর কারণ Aperture থাকে লেন্সের ভিতরে।
Aperture Opening:
Picture-04 এ যে ছিদ্রটা আমরা দেখতে পাচ্ছি সেইটা হল Aperture Opening. এই Opening টা ছোট বড় হতে পারে। সেইটা নির্ভর করে আমরা Aperture Value কত সেট করছি তার উপর।
প্রথমে যে বিষয়টা আমাদের লক্ষ করতে হবে সেইটা হল, Aperture কে আমরা পাবো লেন্সের ভিতর, Camera’র ভিতর নয় এবং এই Aperture-ই নির্ধারণ করে কতটুকু আলো লেন্সের ভিতর দিয়ে ক্যামেরার কাছে পাঠানো হবে। Aperture এই কাজটা করে থাকে তার সাইজ পরিবর্তনের মাধ্যমে। Aperture হতে পারে Small Opening অথবা Large Opening.
আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগে, কেন f/1.8 কে Wider Aperture Opening বলা হয় যদিও Aperture Value টা Small (f/1.8)। আর কেনইবা f/22 কে Small Aperture Opening বলা হয় যদিও Aperture Value টা Large (f/22).
লেন্সকে প্রকাশ করা হয় প্রধানত দুইটা জিনিস দ্বারা। Focal Length এবং Aperture Values. Picture-03 এ আমরা Canon 85mm 1:1.2 লেন্সের দিকে লক্ষ করি। এইখানে 85mm হল লেন্সটির Focal Length আর 1.2 হল লেন্সটির Widest Aperture Value. এই লেন্সটিকে বলা হয় Fixed Lens অথবা Prime Lens কারণ এই লেন্সটির Focal Length Fixed অর্থাৎ 85mm. 85mm এর মতন আরো Prime লেন্স আছে, যেমন 50mm 1:1.8, 40mm 1:2.8, 35mm 1:2 ইত্যাদি।
আবার মাঝে মাঝে দেখা যায় এই Focal Length টা Fixed না হয়ে একটা Range-ও হয়। যদি Focal Length টা কখনো Range হয় তাহলে সেইটাকে Zoom Lens বলা হয়। Picture-02 থেকে আমরা দেখবো, Canon 70-200mm 1:2.8. এইটা একটা Zoom লেন্স। এই লেন্সটা 70 থেকে 200mm পর্যন্ত Zoom করতে পারে কারণ এই লেন্সটার Focal Length হল 70-200mm.
ঠিক একইভাবে, মাঝে মাঝে দেখা যায় Focal Length এর মত Aperture–ও Range হয়। Picture-04 থেকে আমরা দেখবো, Canon 18-55mm 1:3.5-5.6. এই লেন্সটার Widest Aperture Value হল 3.5 থেকে 5.6 পর্যন্ত। আসলে এই লেন্স গুলোর Widest Aperture Opening নির্ভর করে আমরা কতটুকু Zoom করছি তার উপর। সেই জন্য এই ধরনের লেন্স গুলোর Widest Aperture Value কে Range আকারে প্রকাশ করা হয়। এই সব লেন্সের ক্ষেত্রে Widest Aperture Value সেট করে Zoom in / Zoom out করলে দেখবেন Aperture Value টাও change হচ্ছে। এই ধরনের লেন্সের দামও কম হয়।
একটা Formula আছে যে Formula‘র মাধ্যমে আমরা বুঝতে পারি কোন Aperture Value‘র জন্য Aperture Opening কতো হবে... Picture-02 এর লেন্সটার (Canon 70-200mm f/2.8) কথা যদি আমরা ধরি। উল্লেখ্য, Canon 70-200mm 1:2.8 কে Canon 70-200mm f/2.8 হিসাবেও লেখা হয়। এইখানে f হল Focal Length. যদি আমরা এই লেন্সের Widest Aperture Value 2.8 সেট করে 70mm zoom করি তাহলে Aperture Opening হবে f/2.8 = 70/2.8 = 25. উল্লেখ্য, এইখানে 70 হলো Focal Length বা Zoom Value. অর্থাৎ Focal Length কে Aperture Value দিয়ে ভাগ করতে হবে। ঠিক একই ভাবে যদি আমরা Aperture Value বাড়িয়ে 22 সেট করে 70mm zoom করি তাহলে Aperture Opening হবে f/22 = 70/22 = 3.18. লক্ষ করুন, Aperture Value (2.8) কমালে Aperture Opening (25) বেশী হচ্ছে আর Aperture Value (22) বাড়ালে Aperture Opening (3.18) কম হচ্ছে। মনে রাখার জন্য Aperture Opening এর এই ব্যাপারটাকে আমরা একটা পিজার সাথে তুলনা করতে পারি। একটা পিজা যদি আমরা দুই জনে মিলে খাই তাহলে আমাদের প্রত্যেকের ভাগে যত টুকু পিজা পড়বে, তার থেকে কম পড়বে যদি আমরা ঐ একই পিজা ২২ জনে মিলে খাই কারণ ঐ পিজাটা তখন ২২ দ্বারা ভাগ হবে। অর্থাৎ, মানুষ বাড়লে পিজার ভাগ ছোট হচ্ছে আর মানুষ কমলে পিজার ভাগ বড় হচ্ছে। তাই আমরা বলতে পারি, Small Number মানেই হল Widest Opening আর Large Number মানেই হল Smallest Opening.
উপরোক্ত 70-200mm লেন্স দিয়ে আমরা আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। এবার আমরা Aperture Value পরিবর্তন না করে শুধু Zoom Value পরিবর্তন করবো। দেখি কি হয়। যদি আমরা এই লেন্সের Widest Aperture Value 2.8 সেট করে 70mm zoom করি তাহলে Aperture Opening হবে f/2.8 = 70/2.8 = 25. আবার যদি আমরা Aperture Value অপরিবর্তিত রেখে অর্থাৎ Aperture Value 2.8 রেখে Zoom Value কে পরিবর্তন করে 70mm থেকে 200mm করি তাহলে Aperture Opening হবে f/2.8 = 200/2.8 = 71.42. লক্ষ করুন, Aperture Value (2.8) অপরিবর্তিত কিন্তু শুধু Zoom Value পরিবর্তনের কারণে Aperture Opening কম বেশী হচ্ছে। তাই আমরা বলতে পারি, Aperture Opening টা Zoom Value’র উপর-ও নির্ভর করে। Picture-05 এবং Picture-06 দেখুন। এইখানে দুইটা লেন্সের Inner Portion দেখানো হয়েছে। Picture-05 হল 100mm লেন্স আর Picture-06 হল 200mm লেন্স। দুইটা লেন্সেরই Aperture Value f/2. কিন্তু শুধু মাত্র Focal Length এর Difference’র কারণে Aperture Opening কম বেশী হয়েছে। অর্থাৎ 100mm f/2.0 আর 200mm f/2.0 কে আমরা Same Aperture Sized লেন্স বলতে পারিনা যদিও দুইটা লেন্সেরই Widest Aperture Value Same. Picture-07 এবং Picture-08 দেখুন।
লেখা: আবু সায়েম চৌধুরী
0 comments