লঙ এক্সপোজার ছবিতে প্রায়ই যেই সমস্যা হয় সেটা হচ্ছে আন্ডার এক্সপোজড ফোরগ্রাউন্ড। এটা থেকে মুক্তি পাওয়ার দুটি উপায় আছে।
একটা হচ্ছে লঙ এক্সপোজার HDR নেওয়া, দ্বিতীয়টা হচ্ছে ডিজিটাল ব্লেন্ডিং।
HDR সম্পর্কে আগেই জানি যে এটা highlights, mid tones, shadows সব ডিটেইলস প্রভাইড করে। সেটাই আমরা লঙ এক্সপোজারের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। একটা ওভার এক্সপোজড লঙ এক্সপোজার নিয়ে আমরা ফোরগ্রাউন্ড এক্সপোজ করে নিব, আর আন্ডার এক্সপোজড শট নিতে পারি যদি কোন অংশের হাইলাইট বেশি থাকে।
দ্বিতীয়টা হচ্ছে ডিজিটাল ব্লেন্ডিং। এখানেও একটা ওভার এক্সপোজড শট নিব যেন ফোরগ্রাউন্ড সঠিক ভাবে এক্সপোজড হয়। তারপর বাকি কাজটা Photoshop এ করতে হবে। ফটোশপে Load files in stack script ইউজ করে ছবি দুটি লোড করবো। দরকার হলে Attempt to automatically align source image মার্ক করতে পারেন। এর পর ছবি লোড হয়ে গেলে Layer mask ইউজ করে আমার ফোরগ্রাউন্ড এর অংশটুকু ওভার এক্সপোজড অংশ থেকে রিভিল করে দিব। এই দুটি উপায়ে খুব সহজেই আমরা লঙ এক্সপোজার ছবির ফোরগ্রাউন্ড সঠিকভাবে এক্সপোজ করতে পারি।
0 comments