BLUR করার নিয়ম

Wednesday 24 June 2015

আসুন তবে জেনে নেই BLUR কিভাবে করবো 
১। ক্যামেরা Av mode এ দিবো 
২। Aperture এর value সবচেয়ে ছোট দিবো। ১৮-৫৫ হলে 3.5 আর ৫০ এর ১.৮ লেন্স হলে aperture ২.২ দিবো 
৩। ISO টা অটো তে দিবো 
৪। লেন্সটা পুরো zoom করবো 
৫। Subject কে background থেকে যত বেশি সম্ভব দূরে রাখবো 
৬। ফটোগ্রাফার আর subject এর মধ্যে দূরত্ব কমাবো portrait তোলার সময় লেন্স zoom out করে ৩৫মিলির নিচে নামা যাবে না। আর যদি নামেন তাহলে মডেল এর বেশি কাছে যাউয়া যাবে না এবং blur পাবার আশাও ত্যাগ করতে হবে উপরের ৬তা step এর সবগুলা মেনে ফটো তুল্লে blur পাবেন। 

এরপর ও যদি blur মন মতো না হয় তাহলে অন্য লেন্স নিতে হবে। লেন্স অপশন গুলো price সহ দিলাম 1. 50mm f/1.8 price 7500 (canon) 2. 50mm f/1.8 G price 11500 (nikon D3xxx, D5xxxx series) 3. 50mm f/1.8 D price 7800 (nikon D7xxx series, D90 etc and all full frames) 4. 50mm f/1.4 price 27500 (canon) 5. 50mm f/1.4G price 38000 (nikon) 6. 85mm f/1.8 price 31000 (canon) 7. 85mm f/1.8G price 37000 (nikon) এগুলো ছাড়া আরও আছে 70-200 আর 24-70 এর অনেক গুলো মডেল। কিন্তু সেগুলার দাম কিছুটা বেশি হউয়ায় এখানে suggest করলাম না

- Ahnaf Ontu

0 comments

Post a Comment